দেশে গত এক যুগে বহু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে। কারিগরি শিক্ষা হলো বাস্তবধর্মী শিক্ষা যা একজন মানুষকে দক্ষ ও যোগ্য কর্মী হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। উন্নত দেশগুলোতে কারিগরি শিক্ষার ব্যাপকতা থাকায় তারা অধিক সংখ্যক দক্ষ জনশক্তি তৈরি করতে সক্ষম হয়েছে।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং উন্নত, সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরের জন্য কারিগরি শিক্ষার মান উন্নয়নের কোনো বিকল্প নেই। বর্তমানে কারিগরি শিক্ষার্থীর হার বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে, যা ২০৩০ সালে ৩০ শতাংশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। তবে, এ হার উন্নত দেশের তুলনায় কম।
আন্তর্জাতিক শিক্ষার সংজ্ঞা এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণে এ হার মাত্র ৮.৪৪ শতাংশ। প্রতিষ্ঠানের স্বল্পতা, দক্ষ প্রশিক্ষকের অভাব এবং ল্যাব সুবিধার অপর্যাপ্ততার কারণে এ হার কম। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার মানসম্মত প্রসারে বহুবিধ কর্মসূচি গ্রহণ করা জরুরি।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.