ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউটে (এনপিআই) আপনাকে স্বাগতম

ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট

২০০৯ সাল থেকে ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট (এনপিআই) বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের (বিটিইবি) অধীনে চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের মাধ্যমে উচ্চমানের শিক্ষা প্রদান করে আসছে।

ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউটে (এনপিআই) আপনাকে স্বাগতম

২০০৯ সাল থেকে ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট (এনপিআই) বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের (বিটিইবি) অধীনে চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের মাধ্যমে উচ্চমানের শিক্ষা প্রদান করে আসছে। আমরা স্থানীয় এবং বৈশ্বিক শিল্পের চাহিদা মেটানোর জন্য প্রযুক্তিগত উৎকর্ষতা এবং দক্ষ পেশাদারদের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের সামগ্রিক শিক্ষা পদ্ধতিতে প্রযুক্তিগত দক্ষতা এবং ব্যক্তিগত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এই কার্যক্রমগুলির মধ্যে রয়েছে শিল্প সফর, দক্ষতা প্রতিযোগিতা, চাকরি প্রদান সেবা, সেমিনার ও কর্মশালা, ক্রীড়া অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা এবং শিক্ষা সফর। আমাদের চাকরি প্রদান সেল শিক্ষার্থীদের ডিপ্লোমা সম্পন্ন করার পর চাকরি সুরক্ষিত করতে সক্রিয়ভাবে কাজ করে, যাতে তারা শিক্ষাগত জীবন থেকে পেশাগত জীবনে সহজেই রূপান্তরিত হতে পারে।

আমাদের মিশন

আমাদের মিশন হল জাতির সেবা করার জন্য ব্যাপক ইঞ্জিনিয়ারিং জ্ঞান ও প্রশিক্ষণ প্রদান করে শীর্ষস্থানীয় প্রযুক্তিগত ইনস্টিটিউট হওয়া। আমরা লক্ষ্য করি যে আমাদের শিক্ষার্থীরা স্থানীয় এবং বৈশ্বিক ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা অর্জন করবে।

আমাদের ভিশন

আমাদের ভিশন হল সৃজনশীল এবং প্রযুক্তিগতভাবে দক্ষ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা স্নাতকদের তৈরি করা যারা স্থানীয় এবং বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। আমরা নিম্নলিখিত লক্ষ্যগুলি অর্জনের জন্য কাজ করি:

NPI-তে কেন পড়বেন?

NPI বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদন প্রাপ্ত বাংলাদেশের অন্যতম বৃহৎত্তম, স্বনামধন্য এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলাদেশ ও বর্হি বিশ্বের সাথে এক যোগে তাল মিলিয়ে আধুনিক বিজ্ঞান সম্মত, উন্নত, যুগোপযোগী ও সর্বোচ্চ শিক্ষা বান্ধব পরিবেশময় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা প্রতিষ্ঠিত। আমাদের  স্লোগান হচ্ছে“ জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও”। এই বিদ্যাপীঠের মূল লক্ষ্য হচ্ছে পরবর্তী প্রজন্মকে সর্বোচ্চ জ্ঞান প্রদানকরা এবং দেশ ও জাতির কল্যানে নিয়োজিত করা।

আমাদের কোর্সসমূহ

কম্পিউটার টেকনোলজি

দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান সমূহে কম্পিউটার টেকনোলজির ব্যাপক চাহিদা রয়েছে। সরকারি বিভিন্ন অফিস আদালত, ব্যাংক ও মন্ত্রনালয় থেকে শুরু করে স্কুল কলেজ পর্যায়ে কম্পিউটার টেকনোলজির চাহিদা সুদূরপ্রসারী

ইলেকট্রিক্যাল টেকনোলজি

শিল্পকারখানার ক্রমবর্ধমান বিকাশের ফলে সর্বক্ষেত্রে দক্ষ ও যোগ্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি মানসম্মত কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাচ্ছে।

মেকানিক্যাল টেকনোলজি

একটি দেশ উন্নয়নের ক্ষেত্রে যে বিষয়টি জড়িত থাকে তা হল দক্ষ প্রকৌশলী তথা কারিগরি শিক্ষা, তাই এই শিক্ষার অন্যতম শিকড় হল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যাকে বলা হয় প্রকৌশলীদের মা। এই পৃথিবীতে যে দেশ যত উন্নত সেই দেশ ততই কারিগরি শিক্ষায় সমৃদ্ধ। 

টেক্সটাইল টেকনোলজি

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করার পর খুব দ্রুত চাকুরী পাওয়া সম্ভব। বিশ্বের অন্যান্য দেশ গুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে । দেশকে সারা বিশ্বের মধ্যে পরিচয় করিয়ে দিতে আমাদের উচিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়টি বেছে নেয়া।

অটোমোবাইল টেকনোলজি

অটোমোবাইল প্রকৌশল বিশ্বের অন্য যে কোনও প্রযুক্তির তুলনায় সবচেয়ে  বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কারিগরি  শিক্ষা বোর্ড (বিটিইবি) এর অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনো্লোজি (এনআইইটি) তে ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন হয় ৪ বছর মেয়াদে ।

সিভিল টেকনোলজি

সৃষ্টির লগ্ন হতে শুরু করে র্বতমান র্পযন্ত মানব সমাজের অবকাঠামোগত উন্নয়নে সিভিল ইঞ্জিনিয়ারিং  এর ভূমিকা অপরিসিহিম । দেশের শিল্পায়ান , শহরায়ন ও নগরায়নে উন্নতি সাধনের জন্য র্বতমান প্রজম্নে সিভিল ইঞ্জিনিয়ারিং  এর উপর জ্ঞান র্অজনরে প্রয়োজন।  

আমাদের সকল কোর্সসমূহ