Image

Welcome To

National Professional Institute (NPI)
 “মেরিন ইঞ্জিনিয়ারিং”! 
চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর উচ্চ সম্মানীর পেশা
সুতরাং মেরিন ইঞ্জিনিয়ারিং ই হতে পারে আপনার জন্যে অন্যতম পেশা।
 
মেরিন ইঞ্জিনিয়ারিং কি?

মেরিন শব্দের আবিধানিক অর্থ হল সমুদ্র, সুতরাং মেরিন ইঞ্জিনিয়ারিং শব্দের অর্থ হল সমুদ্র প্রকৌশল। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর এবং বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়াতে পরিবহন সেক্টরের জন্যে সমুদ্র এবং নদীপথের উপর নির্ভরশীল আমাদের এই বাংলাদেশ। মেরিন ইঞ্জিনিয়ারিং পেশা হল চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর পেশার মধ্যে সব থেকে অন্যতম। সারা বিশ্বব্যাপি আমদানি ও রপ্তানির ৯০ শতাংশই সম্পন্ন হয় সমুদ্র এবং নদীপথে বানিজ্যিক জাহাজের মাধ্যমে। প্রাচীনকাল থেকেই পানি পথের পরিবহন ব্যবস্থা সব থেকে জনপ্রিয়। কম খরচে, ঝুঁকি ও ঝামেলা মুক্ত নিরাপদ পরিবহন ব্যবস্থার জন্যে পানিপথ সবথেকে জনপ্রিয় বিশ্বব্যাপি। এই পরিবহন ক্ষমতা সম্পন্ন জাহাজগুলোতে মেরিন ইঞ্জিনিয়ার এর চাহিদা সারা বিশ্বব্যাপি। এই জাহাজগুলোতে প্রতিবছর ৩০ শতাংশ মেরিন ইঞ্জিনিয়ার ই নেয়া হয় এশিয়া মহাদেশ থেকে। বাংলাদেশ থেকেও প্রচুর মেরিন ইঞ্জিনিয়ার প্রতি বছর যোগদান করে এই জাহাজগুলোতে। এছারাও অভ্যন্তরীণ দেশীয় জাহাজ, সমুদ্রগামী ফিশিং জাহাজেও মেরিন ইঞ্জিনিয়ারের কোন বিকল্প নেই।

Image Not Found

কেন বেছে নিবেন ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং?

  • চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর পেশার মধ্যে সব থেকে অন্যতম।
  • রয়েছে দেশে-বিদেশে ভ্রমনের আকর্ষণীয় সুযোগ।
  • উচ্চ সম্মানীর পেশার মধ্যে অন্যতম পেশা মেরিন ইঞ্জিনিয়ারিং।
  • নৌবাহিনী অফিসার পদবীতে যোগদান করতে পারেন।
  • সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে যোগদানের সুযোগ রয়েছে।
  • সহজেই আপনি হয়ে উঠতে পারেন একজন উদ্যমী এবং সফল নেতৃত্বদানকারী যোগ্য প্রার্থী।

ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্রসমূহ কোথায়?

  1. স্বনামধন্য দেশী ও বিদেশী বানিজ্যিক ও বিলাসবহুল জাহাজে ক্যাডেট অথবা জুনিয়র ইঞ্জিনিয়ার পদবীতে যোগদানের সুযোগ রয়েছে।
  2. দেশি-বিদেশি পাওয়ার প্ল্যান্ট, হেভি মেশিন হাউজ সহ যে সকল জায়গাতে ইঞ্জিনের ব্যবহার রয়েছে সেখানে ইঞ্জিনিয়ার পদবীতে যোগদানের সুযোগ রয়েছে।
  3. বাংলাদেশ নৌবাহিনীতে ৪র্থ-আর্টিফিশার পদে যোগদানের সুযোগ রয়েছে।
  4. দেশি-বিদেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সেফটি অফিসার হিসেবে যোগদানের সুযোগ রয়েছে।
  5. ওয়েল রিগ, গ্যাস প্ল্যান্ট, কোলমাইন ইত্যাদিতে সহজেই যোগদানের সুযোগ রয়েছে।
  6. বিভিন্ন ধরনের শিপইয়ার্ড ও ডকইয়ার্ড সমূহে ইঞ্জিনিয়ার আথবা ম্যানেজিং সেক্টর সমূহে যোগদানের সুযোগ রয়েছে।
  7. বিভিন্ন ধরনের সার্ভেয়িং কোম্পানি গুলোতে মেরিন সার্ভেয়ার পদে যোগদান করতে পারেন।
  8. দেশীয় সরকারি প্রতিষ্ঠান যেমনঃ BIWTC, BIWTA, তিতাশ গ্যাস, পেট্রোবাংলা, খুলনা শিপইয়ার্ড, ফায়ার সার্ভিস, DEW ইত্যাদি প্রতিষ্ঠান সহ আরো অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে উপ-সহকারি প্রকৌশলী পদে যোগদানের সুযোগ রয়েছে।
  9. সমুদ্র বন্দর এবং নদী বন্দর সমূহে বন্দর ব্যাবস্থাপক পদে চাকরির সুযোগ রয়েছে।
  10. সরকারি এবং বেসরকারি মেরিন টেকনোলজি পলিটেকনিক ও ইন্সটিটিউটে ইন্সট্রাক্টর ও জুনিয়র ইন্সট্রাক্টর পদে যোগদানের সুযোগ রয়েছে।

 

এন.আই.ই.টি তে কেন পড়বেন?

আমাদের প্রতিষ্ঠানটি হল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন প্রাপ্ত বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি, স্বনামধন্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১ম স্থান অধিকারী প্রতিষ্ঠান। সারা বিশ্বের সাথে তালমিলিয়ে উন্নত, আধুনিক, যুগোপযোগী, রাজনীতিমুক্ত ও শিক্ষাবান্ধব পরিবেশের সমন্বয়ে দৃড় প্রত্যয়ে প্রতিজ্ঞ আমাদের এই প্রতিষ্ঠান। তাই আপনিও হতে পারেন আমাদের এই প্রতিষ্ঠানের একজন গর্বিত সদস্য।

আমাদের প্রতিষ্ঠান থেকে “ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং” এ  পাঠপর্ব শেষ করে যে সকল প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছে আমাদের শিক্ষার্থীবৃন্দ তার মধ্যে অন্যতম হলঃ

  • পানামা মার্চেন্ট শিপ, চায়না।
  • পানামা মার্চেন্ট শিপ, আস্ট্রেলিয়া।
  • জুরং শিপইয়ার্ড, সিঙ্গাপুর।
  • জুহাংজু শিপইয়ার্ড, সিঙ্গাপুর।
  • আল-হুত্তান ওয়েল রিফাইনিং, কাতার।
  • স্টারলাইন মার্চেন্ট, থাইল্যান্ড।
  • কিং ফাহাদ শিপিং লাইন, কে এস এ।
  • কিং ফাহাদ শিপিং লাইন, মালয়েশিয়া।
  • এন আই ই টি, বাংলাদেশ।
  • বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ।
  • বাংলাক্যাট, বাংলাদেশ।
  • ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ।
  • শিমুজি ফিশিং লাইন, চট্রগ্রাম, বাংলাদেশ।
  • সি-রিসোর্স ফিশিং লাইন, চট্রগ্রাম, বাংলাদেশ।
  • বেঙ্গল শিপিং লাইন, বাংলাদেশ।
  • মেরিন হাউজ, বাংলাদেশ।
  • ট্রাই এঙ্গেল শিপইয়ার্ড, বাংলাদেশ।
  • আনন্দ শিপইয়ার্ড, বাংলাদেশ।
  • ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বাংলাদেশ।

এছারাও আরও অনেক উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীবৃন্দ কর্মরত রয়েছে।

যে সকল সুযোগ সুবিধা থাকছে আমাদের এই প্রতিষ্ঠানেঃ

  • সবথেকে কম খরচে এবং সহজে আধুনিক শিক্ষা গ্রহণের ব্যাবস্থা।
  • আধুনিক ও মনোরম পরিবেশে নিরাপত্বার সহিত পড়াশুনার সুযোগ।
  • সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও সি সি ক্যামেরার আওতাভুক্ত শিক্ষাপ্রাঙ্গন।
  • মেধার বিকাশের পাশাপাশি উদ্ভাবনি কাজে সহায়তা প্রদান।
  • জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ।
  • বিশ্বব্যাংক কতৃক বৃত্তি প্রদান।
  • গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে অধ্যায়নের সুযোগ। 
  • মাল্টিমিডিয়া ও সুসজ্জিত আধুনিক ক্লাসরুম।
  • উন্নত ও আধুনিক ল্যাব এবং ব্যবহারিক ক্লাশের সুযোগ সুবিধা।
  • অভিজ্ঞ ও বিভিন্ন জাহাজে কর্মরত শিক্ষক দ্বারা লিখিত, বিশেষ ক্লাস ও সেমিনারের ব্যবস্থা।
  • একজন সুদক্ষ ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন দক্ষতার কোর্স পরিচালনা।
  • দরিদ্র শিক্ষার্থীদের আমাদের প্রতিষ্ঠানে চাকরি করে পড়াশুনার সুযোগ।
  • ডিপ্লোমা শেষে উচ্চ শিক্ষার জন্যে আকর্ষণীয় খরচে আমাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় “সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে” পড়াশুনা করার সুযোগ রয়েছে।

“সুতরাং, আপনি কেন পিছিয়ে থাকবেন। যুগোপযোগী এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আপনিও হতে পারেন ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারদের একজন গর্বিত সদস্য”