Image

Welcome To

National Professional Institute (NPI)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনেক বিস্তৃত  ও পরিবর্তনশীল বিষয়। প্রতিনিয়ত এই বিষয়ে ব্যাপক উন্নয়ন ও গবেষনা হচ্ছে। ফলে বিবর্তনের এ ধারাবাহিকতার সঙ্গে তাল মিলিয়ে চলা প্রকৃতপক্ষে কঠিন কাজ। উন্নত বিশ্বের দেশগুলো রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক প্রভৃতি ক্ষেত্রে অভুতপূর্ব উন্নতি ও সাফল্য অর্জন করছে  তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার অন্যতম চাবিকাঠি হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সঠিক সময়ে সঠিক তথ্য ব্যবহারের মাধ্যমে উন্নয়নের গতি ত্বরান্বিত করা যায়। যে যত দক্ষ্যতার সাথে তথ্য সংগ্রহ, সংরক্ষন, ব্যবহার ও ব্যবস্থাপনা করতে পারবে সে তত দ্রুত উন্নতির চরম শিখরে উঠতে পারবে। অতি অল্প সময়ের মধ্যে উন্নয়নশীল কোন দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন বিকল্প নেই। আর এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জ্ঞনের ভান্ডার সমৃদ্ধশীল করার অন্যতম একটি মানদন্ড হচ্ছে Computer Technology. আর এই Computer Technology - তে অধ্যায়ন ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন কিছুই কল্পনা করা যায় না। তাই বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করে বিশ্বায়নের এই যুগে নিজেকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে Computer Technology - তে অধ্যায়ন করাটাই বুদ্ধিমানের কাজ।

Image Not Found

NPI-তে ভর্তির যোগ্যত:

SSC/ SSC (VOC)/SSC(Dakhil)/ এস এসসি (উম্মুক্ত)/সমমানপাশ ২০১০-২০১৯ সালেরপাশকৃত ছাত্র-ছাত্রীরাআবেদনকরতেপারবে।

HSC (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে শূন্য আসনে ৪র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

HSC (Science) পাসকৃত শিক্ষার্থীরা সরাসরি ৩য় পর্বে ভর্তি হওয়ারসুযোগ পাবে।

কম্পিউটার টেকনোলজির কর্মক্ষেত্রসমূহঃ

দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান সমূহে কম্পিউটার টেকনোলজির ব্যাপক চাহিদা রয়েছে। সরকারি বিভিন্ন অফিস আদালত, ব্যাংক ও মন্ত্রনালয় থেকে শুরু করে স্কুল কলেজ পর্যায়ে কম্পিউটার টেকনোলজির চাহিদা সুদূরপ্রসারী যেমন:বিভিন্ন সরকারি অফিস আদালত ব্যাংক ওমন্ত্রনালয়ের qiAssistant System Analyst, Assistant System Administration, Assistant Programmer, Assistant Network Engineer, Hardware Engineer, IT Support Technician &  Senior Computer Operator এবং স্কুল কলেজ পর্যায়ে Assistant Teacher, Junior Instructor, Lab Instructor, Demonstrator. আরও অনেক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে যেমন: Dhaka Power Distribution Corporation Ltd (DPDC),Power Grid Company of Bangladesh (PGCB),Dhaka Water Supply and Sewerage Authority (WASA),Power Development Board (PDB),Dhaka Electric Supply Company Limited (DESCO) সহ সকল প্রতিষ্ঠানে Sub-Assistant Engineer হিসাবে Computer Technology তে ডিপ্লোমা ডিগ্রি অর্জন কারীদের সুযোগ প্রদানক রে থাকে। এছাড়া দেশী বিদেশী অনেক বেসরকারী Bank (Dutch Bangla Bank, Dhaka Bank, City Bank, Bank Asia, BRAC Bank,NRB Bank), Software Firm:HiTech Park, Dream 71 Bangladesh Ltd,Datasoft, BrainStation 23, Lead Soft, Magnito Digital, Tiger IT, BJIT সহ আরও অনেক Software Firmসুযোগ প্রদান করে থাকে।

NPI-তে কেনপড়বেন?
NPI বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদন প্রাপ্ত বাংলাদেশের অন্যতম বৃহৎত্তম, স্বনামধন্য এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলাদেশ ও বর্হি বিশ্বের সাথে এক যোগে তাল মিলিয়ে আধুনিক বিজ্ঞান সম্মত, উন্নত, যুগোপযোগী ও সর্বোচ্চ শিক্ষা বান্ধব পরিবেশময় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা প্রতিষ্ঠিত। আমাদের  স্লোগান হচ্ছে“ জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও”। এই বিদ্যাপীঠের মূল লক্ষ্য হচ্ছে পরবর্তী প্রজন্মকে সর্বোচ্চ জ্ঞান প্রদানকরা এবং দেশ ও জাতির কল্যানে নিয়োজিত করা।

আমাদের প্রতিষ্ঠানে শিক্ষারত অবস্থায় থেকেও যে সকল প্রতিষ্ঠানে চাকুরিরত রয়েছে আমাদের ছাত্রছাত্রীবৃন্দ,

সে সকল প্রতিষ্ঠান সমূহের মধ্যে অন্যতম হলঃ

  • স্কয়ার গ্রুপ অব কোম্পানি
  • সফটনেট বিডি
  • ইউটিউব
  • ফ্রিল্যান্সিং
  • ফ্রি গুগল ডেভলাপার
  • ন্যনোআইটি
  • ফাইবার ও অন্যান্য
  • VIVO Mobile Company Bangladesh LTD
  • Omarkaet24.com

যে সকল সুযোগ সুবিধা থাকছে আমাদের এই প্রতিষ্ঠানের কম্পিউটার টেকনোলজি বিভাগের ছাত্রছাত্রীবৃন্দদের জন্যঃ

  • স্বল্প খরচে এবং মেয়েদের জন্য বিনা খরচে অত্যাধুনিক শিক্ষা গ্রহনের সুব্যবস্থা।
  • সম্পূর্ন শীতাতাপ নিয়ন্ত্রিত ও সি সি ক্যামেরার আওতাভূক্ত শিক্ষাপ্রাঙ্গন।
  • বিশ্বব্যাংক কর্তৃক বৃত্তি প্রদান।
  • মেধাবী গরীব ছাত্রছাত্রীদের আমাদের ই প্রতিষ্ঠানে চাকুরী করে পড়াশোনার সুযোগ রয়েছে।
  • মাল্টিমিডিয়া ও সুসজ্জিত আধুনিক ক্লাসরুম।

অত্যাধুনিক ল্যাব এবং ব্যবহারিক ক্লাশের সুযোগ সুবিধাসমূহ  দেওয়া হলঃ

উন্নত নেটওর্য়াকিং ল্যাব যেখানে সব ধরনের নেটওর্য়াকিং যন্ত্রপাতি (রাউটার, সুইচ, হাব, রিপিটার, ব্রীজ) ইত্যাদি ব্যবহার করে প্রাকটিক্যাল জ্ঞান সমৃদ্ধ করতে পারবে।

গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, ভিডিও এডিটিং ইত্যাদি কাজ সমূহ দক্ষ শিক্ষকগণ দ্বারা হাতে ধরিয়ে শিখানো হয়।

ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এর কোর্স সমূহ সফটওয়্যার র্ফাম থেকে অভিজ্ঞতা প্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালনা করা হয়।

বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর উপর জ্ঞান প্রদান করা হয় এবং আন্তঃ ও অন্তঃ প্রোগ্রামিং কনটেস্ট সমূহে অংশ গ্রহনের সুযোগ দেয়া হয় দক্ষ মনিটরের আওতাভুক্ত করে।

একজন সুদক্ষ ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন সংক্ষিপ্ত কোর্স চালু আছে।

ডিপ্লোমা শেষে উচ্চ শিক্ষার জন্য আমাদের প্রতিষ্ঠানসমূহ থেকে পাস করা ছাত্র-ছাত্রীগন “সোনারগাও ইউনিভার্সিটি” তে ৫০% বিশেষ ছাড়ে পড়াশোনা করার সুযোগ পাবে।

মেধা বিকাশের পাশাপাশি আন্তজার্তিক ক্ষেত্রে নিজেকে বিকাশিত করার ক্ষেত্রে সহায়তা প্রদান করা হয়।

NPI ডিপার্টমেন্টসমূহের মধ্যে কম্পিউটার টেকনোলজি ডিপার্টমেন্ট অন্যতম বৃহৎতম এবং সমৃদ্ধশীল ডিপার্টমেন্ট। বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় এবং সফটওয়্যার ফার্ম থেকে অভিজ্ঞতা সমপন্ন শিক্ষক শিক্ষিকা নিয়ে গঠিত কম্পিউটার টেকনোলজি ডিপার্টমেন্ট।

NPI এর কম্পিউটার টেকনোলজি ডিপার্টমে›টের ছাত্র-ছাত্রীদের ফ্রিল্যান্সিং এর বেসিক ধারনা প্রদান করা হয় এবং আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের ছাত্র-ছাত্রীরা যেন অল্পদিনের মধ্যেই ফ্রিল্যান্সিং করে নিজ খরচ বহনে সক্ষমতা অর্জন করে।

NPI এর কম্পিউটার টেকনোলজি ডিপার্টমেন্ট এ ভর্তি হয়ে অল্প সময়ে আর্থিক সক্ষমতা অর্জনের সাথে সাথে যুগোপোযোগী এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আপনিও হতে পারবেন “ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারদের ” একজন গর্বিত সদস্য।